আগামী ২ মাসে আবু সাইদ হত্যামামলার তদন্ত শেষ করার নির্দেশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত দুই মাসের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের জুলাইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুরে পুলিশের গুরিতে নিহত হন আবু সাঈদ।

বুধবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

প্রসিকিউশন সূত্রে জানা যায় ট্রাইব্যুনালের আগের আদেশ অনুযায়ী ৯ এপ্রিলের মধ্যে এই মামলার তদন্ত সম্পন্ন করার কথা থাকলেও তদন্ত সংস্থা তদন্ত শেষ করতে পারেনি। তদন্ত সম্পন্ন না হওয়ায় আরও দুই মাস সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন।

এর প্রেক্ষিতে আজ বুধবার ২ মাসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করার আদেশ দিলেন ট্রাইবুনাল।

এর আগে সকালে এই মামলার চার আসামি সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে গত দুই মার্চ আবু সাঈদ হত্যার ঘটনায় ৪ জনকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ৯ এপ্রিলের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানিয়েছে, এই ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, ছাত্রলীগ কর্মী এমরান চৌধুরী আকাশসহ আরও অনেকে ইন্ধন যুগিয়েছিলেন। অন্য মামলায় গ্রেপ্তার থাকা ওই আসামিদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানায় প্রসিকিউশন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh