বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের আরও ১৬ কোটি টাকা অবরুদ্ধ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫, ৬:০৯ অপরাহ্ণ

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদন অনুযায়ী, আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বার্থ সংশ্লিষ্ট ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এর ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকাসহ একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন।

বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম এনসিসি ব্যাংকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন। আবেদনটিতে বলা হয়েছে, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, এবং ছোট বোন শেখ রেহানা তাদের স্বার্থ সংশ্লিষ্ট এই ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। সেক্ষেত্রে সুষ্ঠু অনুসন্ধানের জন্য এ হিসাবটি অবরুদ্ধ করা প্রয়োজন বলে মন্তব্য করে দুদক।

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি শেখ হাসিনা।

এছাড়া, ১১ মার্চ আদালত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। এসব হিসাবের মোট পরিমাণ ছিল ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা, যার মধ্যে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে থাকা ৩২টি হিসাব থেকে এসেছে ৪৭৯ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ২৬৪ টাকা।

গত ৫ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অর্থ লোপাটের অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভারতে পালিয়ে যান এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এছাড়া, ১৮ মার্চ আদালত শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন, যার মোট পরিমাণ ছিল ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...