গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাফেলো নিউ ইয়র্ক আমেরিকার শাখার সাধারণ সম্পাদককে লন্ডনে সংবর্ধনা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ

১৪ই এপ্রিল ২০২৫ রোজ সোমবার গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন নিউ ইয়র্ক বাফেলো আমেরিকার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ নাজমুল সংক্ষিপ্ত সফরে লন্ডনে আগমনে স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দিপক এর পরিচালনায় এসময় আরো ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন আমি সিলেট বিভাগের সর্ব বৃহৎ সংগঠন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর অংশ হতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান ও গর্বিত সদস্য বলে মনে করি। কারণ এই সংগঠন বাংলাদেশ সহ বহির্বিশ্বের সকল জালালাবাদবাসী ঐক্যবদ্ধ হয়ে একই প্লাটফর্মে আবদ্ধ। আমি সদূর আমেরিকা থেকে ইউরোপ সফরে প্রথমেই ইউ কে, তারপর ফ্রান্স ও ইতালি যাবো আশাকরি গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর মাধ্যমে সারা পৃথিবীতে যেখানেই যাবো সেখানেই বৃহত্তর সিলেটবাসীর সান্নিধ্য লাভ করবো। যেখানেই যাচ্ছি সেখানেই গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের উপস্হিতি দেখতে পাচ্ছি আমি এই সংগঠনের আরো সমৃদ্বি কামনা করি ।পরিশেষে নৈশভোজের মাধ্যমে সভাপতি মুহিবুর রহমান মুহিব সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...