১৮ই এপ্রিল শুক্রবার ‌ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রোমে মুসলিম কমিউনিটির বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি সম্পন্ন

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি,

  • প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ

ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রোমের মুসলিম কমিউনিটি ঐক্যবদ্ধ হয়ে বিশাল বিক্ষোভ সমাবেশের লক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ রোমের‌ আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক, ওলামায়ে কেরাম, ছাত্রসমজ সহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দদের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১৮ই এপ্রিল রোজ শুক্রবার‌ জুমাবার Movimento Palestinese‌ Libera নামে মজলুম, নিপীড়িত নির্যাতিত গাজা বাসিদের পক্ষে ইসরাইলের বর্বরোচিত হামলার বিপক্ষে এক বিশাল বিক্ষোভ সমাবেশ হবে। উক্ত সমাবেশ কে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে সকল ধর্মপ্রাণ মুসল্লিরা সহ দলমত নির্বিশেষে সকল সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আহবান করা হয়েছে।

সমাবেশটি রাজধানী রোমের Piazza Vittorio Emanuele (Metro A- Roma)
সময়:১৩:০০ থেকে ১৬:০০ পর্যন্ত
জুমার নামাজের সময়:১৩:৩০ মিনিট (পার্কে অনুষ্ঠিত হবে)

সভা থেকে জানা‌ যায় সমাবেশটির আমন্ত্রণে রয়েছেন Movimento Palestinese Libera সার্বিক সহযোগীতায় সকল মসজিদ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ, রাজনৈতিক‌, সামাজিক ও ব্যবসায়ী সংগঠন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...