৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। রোববার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ উত্থাপন করেন।

চাকরিপ্রার্থীদের পক্ষে বক্তব্য দেন ডা. রিজভী আহমেদ সিয়াম। তিনি বলেন, “আমাদের বিশ্বাস, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস হয়ে গেছে। বিজি প্রেস থেকে ছাপানো সেই প্রশ্নেই আমাদের পরীক্ষা দিতে বাধ্য করা হচ্ছে। আমরা চাই, পিএসসি নতুন করে প্রশ্নপত্র মডারেশন করে যৌক্তিক সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ করুক।”

তিনি আরও অভিযোগ করেন, “যারা বিসিএস প্রশ্ন তৈরি করেন, এমন অনেক শিক্ষকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের মতে, ৫ আগস্টের পর কেউই পিএসসিতে নতুন প্রশ্ন জমা দেননি। এতে স্পষ্ট, পরীক্ষার প্রশ্ন অনেক আগেই ছাপানো হয়েছে এবং তা কোনোভাবে ছড়িয়ে পড়েছে বলেই আমাদের ধারণা।”

ডা. রিজভী বলেন, “এটি শুধু পরীক্ষা পেছানোর দাবি নয়, এটি পিএসসির কাঠামোগত সংস্কারেরও দাবি। পিএসসির ভেতরে এখনো আগের ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠরা থেকে যেতে পারেন। যদি ৫ আগস্টের পরও সবকিছু আগের মতোই চলে, তাহলে এত রক্ত, এত ত্যাগের কোনো মূল্য থাকবে না।”

তিনি আরও জানান, “গত ১০ এপ্রিল পিএসসির সামনে আন্দোলনের সময় আমাদের উপর হামলা চালানো হয়। আশিক, নুর ও আমি মার খেয়েছি এবং আমাদের জেলে নিয়ে চার ঘণ্টা মাদকসেবীদের সঙ্গে আটকে রাখা হয়। আগের সরকারের আমলেও এমন সহিংসতা দেখা যায়নি। এবার সেটাও আমরা দেখলাম।”

চাকরিপ্রার্থীদের দাবি, পিএসসিকে অবিলম্বে জবাবদিহির আওতায় আনতে হবে এবং প্রশ্নফাঁস সংক্রান্ত সব অভিযোগের স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh