সব
স্বদেশ বিদেশ ডট কম
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেন।
পিএসএলের দল পেশোয়ার জালমির হয়ে এবার প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন রানা। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের কারণে তিনি সময়মতো পাকিস্তান যেতে পারেননি। তবে টেস্ট শেষ হতেই তিনি লিগে যোগ দিচ্ছেন।
পিএসএলে খেলাকে ক্যারিয়ারে বড় সুযোগ হিসেবে দেখছেন এই গতি তারকা। এর আগে তিনি জানিয়েছিলেন, “পিএসএলের মতো একটি টুর্নামেন্ট থেকে অনেক কিছু শেখার আছে।”