সিলেট টেস্টের আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ

সিলেট টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছে জিম্বাবুয়ে। জয়ের ব্যবধান নেহাতই অল্প হলেও, পুরো ম্যাচে সফরকারীদের দাপট ছিল স্পষ্ট। এই মাঠেই ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশকে হারিয়ে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে। প্রায় সাড়ে ছয় বছর পর আবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি।

এই জয়কে সামনে রেখে আত্মবিশ্বাসে ভরপুর জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। চট্টগ্রামে সোমবার (২৮ এপ্রিল) শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সিলেট টেস্টের জয় আমাদের দলে আত্মবিশ্বাস, ইতিবাচক পরিবেশ এবং শক্তিশালী মনোভাব তৈরি করেছে। সবাই একটা ভালো অনুভূতির মধ্যে আছে।”

পরিকল্পনা প্রসঙ্গে আরভিন বলেন, “আমাদের লক্ষ্য হবে পুরো প্রক্রিয়াকে ছোট ছোট ধাপে ভাগ করে এগোনো। প্রতিটি ধাপে মনোযোগ ধরে রাখলে, ভালো সুযোগ তৈরি হবেই। আগেভাগে ফলের কথা ভাবলে চলবে না।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh