আমরা কোনো যুদ্ধের মধ্যে জড়াতে চাই না: ফখরুল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ৯:০৪ পূর্বাহ্ণ

মিয়ানমারকে মানবিক করিডোর (হিউম্যান প্যাসেজ) দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিৎ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ে গণসংযোগের সময় তিনি এ মন্তব্য করেন।

মানবিক করিডোর সম্পর্কে জনগণকে বোঝাতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, গাজাতে এখন যুদ্ধ চলছে। সেখানে যাওয়া যায় না। কিন্তু জাতিসংঘ থেকে সেখানে খাবার-ওষুধ পাঠাতে হলে জর্ডান অথবা মিশর থেকে রাস্তা তৈরি করে গাজাতে পাঠাতে হয়।

তিনি আরও বলেন, ভালো কথা মানবিকতার দরকার আছে। আমার কথা হচ্ছে আজকে বাংলাদেশকে ওই জায়গাতে পৌঁছাতে হলো, যে বাংলাদেশকে একটা হিউম্যান প্যাসেজ দিতে হচ্ছে। এটা অনেক বড় সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতে এ অঞ্চলের শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা জড়িত। সরকারের উচিৎ ছিল, দায়িত্ব ছিল বিষয়টা নিয়ে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। তারা এটা না করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে।

মানুষকে সাহায্য করার বিষয়ে বিএনপির কোনো আপত্তি নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কিন্তু এটা হতে হবে সব মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। এখানে এসে অন্য কেউ গোলমাল করুক চাই না। একে তো রোহিঙ্গা নিয়ে সমস্যায় আছি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh