অভিনেতা সিদ্দিক লাঞ্ছিত,পুলিশে দিলেন বিক্ষুদ্ধ জনতা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ

অভিনেতা সিদ্দিককে মারধর করে জামাকাপড় ছেঁড়া অবস্থায় টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন একদল যুবক, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে ।

এই অভিনেতাকে ধরে নিয়ে আওয়ামী লীগের দোসর বলে তাঁরা স্লোগান দিয়ে রমনা থানা–পুলিশের হাতে তুলে দেয় একদল লোক।

রমনা থানার ওসি অপারেশনস আতিকুল আলম ,অভিনেতা সিদ্দিকের থানা হেফাজতে থাকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘৪০ মিনিট আগে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের হাতে তুলে দিয়ে যায়। তাঁর জামাকাপড় ছেঁড়া ছিল। তিনি এখন পর্যন্ত আমাদের হেফাজতে আছেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার কাকরাইল এলাকায় আজ মঙ্গলবার বিকেলে ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয়। পরে থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে। এরপর পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য,অভিনেতা সিদ্দিক আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh