লন্ডনে চিকিৎসা শেষে দেশের পথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ মে ২০২৫, ১০:৫০ অপরাহ্ণ

অশ্রুসিক্ত নয়নে হিথ্রো বিমানবন্দরে মা বেগম খালেদা জিয়াকে বিদায় জানালেন পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় এক ঋদয় বিদারক দৃশ্রের অবতারনা হয়। সকাল থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্থ থেকে শত শত নেতাকর্মি সাবেক প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত হন হিথ্রো বিমানবন্দর এলাকায়।

বেগম জিয়ার সাথে যাচ্ছেন তার দুই পুত্রবধূ সৈয়দা শার্মিলী রহমান ও তারেক পত্নি ডা. জোবায়দা রহমান। এছাড়া তার সাথে লন্ডন থেকে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট এম.এ. মারিক, সেক্রেটারী কয়সর এম আহমদ ও দেশ থেকে তার সাথে এসছিলেন তার ব্যাক্তিগত চিকিৎসক, পার্সন্যাল সেক্রেটারী ও দুই গৃহপরিচারিকা সহ ১৩ সদস্য।

কাতোরের আমিরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সটি বেগম জিয়া তার সফরসঙ্গীদের নিয়ে হিথ্রো বিমান বন্দর ত্যাগ করে লন্ডন সময় বিকেল ৪টা ২৩মিনিটে। আগামী কাল বাংলাদেশ সময় সকাল ১০টায় তিনি ঢাকা হযরত শাহ জালাল বিমান বন্দরে অবতরন করবেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh