তারেক রহমানের আশির্বাদ ও  গ্রীণ সিগনাল নিয়ে দেশে ফিরছেন সিলেটর সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

মতিয়ার চৌধুরী-লন্ডন,

  • প্রকাশিত: ৯ মে ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ

অবশেষে গ্রীণ সিগনাল পেলেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র পরীক্ষিত নেতা আরিফুল হক চৌধুরী । দলের জন্মলগ্ন থেকেই আছেন দলের সাথে । দলের জন্য যেমন ত্যাগ  স্বীকার করেছেন ঠিক তেমনি তৃণমূল থেকে উঠে আসা এই নেতা জেল জুলুম অত্যাচার নিপিড়নও সহ্য করেছেন।

বিগত সিলেট সিটি নির্বাচনে বিজয়ী হওয়ার প্রচুর সম্ভাবনা থাকা সত্বেও তিনি দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নেননি। গেল বছরের ৫ আগষ্টের পট পরিবর্তনের পর বর্তমান অন্তবর্তি কালীন সরকার  সিটি কর্পোরেশন বাতিল করে সেখানে প্রশাসক নিয়োগ দেয়। এই সরকার কর্তৃক তাঁকে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন নেতার নির্দেশের বাইরে তাঁর পক্ষে কোন কিছু করা সম্ভব নয়।

তাই সিলেট থেকে ছুটে আসেন লন্ডনে । দুই সপ্তাহেরও বেশী অপেক্ষার পর দেখা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। নেতাকে জানালেন তিনি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নেবেন কিনা? এছাড়া তাঁর ভবিষ্যৎ ইচ্ছে তিনি সিলেট-১ আসন থেকে আগামী পার্লামেন্ট নির্বাচন করতে চান। তবে তারেক রহমান যা বলবেন সেটাই হবে।

বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন গোয়াইনঘাট ও জৈন্তাপুর থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রাথি হওয়ার প্রস্থাব করেন এবং তাঁকে নির্বাচনী এলাকায় গিয়ে কাজ করার নির্দেশ দেন।  সিলেট-১ আসনে প্রার্থি হচ্ছেন তারেক রহমানের স্ত্রী সিলেটর সন্তান ডা. জোবায়দা রহমান।

দেশ স্বাধীনের পর থেকে একটি বিষয় লক্ষনীয় যে। প্রতিবারই দেখা গেছে সিলেট-১ আসনে যে দলের প্রার্থি বিজয়ী হয়, সেই দলই সরকার গঠন করে। কোন সময় এর ব্যতিক্রম হয়নি। যদি ইউনুসের সরকার নিরপেক্ষ নির্বাচন দেয় তবে বিএনপিই আগামী ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে।

গতকাল ৮মে লন্ডন সময় বিকেল ৫ঘটিকায় কিষ্টনে তারেক রহমানের বাড়ীর পাশে লন্ডন গল্ফ ক্লাবে অরিফুল হক চৌধুরী তারেক রহমানের সাথে দেখা করেন। বিষয়টি নিশ্চিত করেছে দলের একটি ঘনিষ্ট সুত্র। লন্ডনে তারেক রহমানের সাথে কেউ সাক্ষাৎ করতে চইলে তারেক রহমান এই দুটি স্থানেই দেখা করেন। একটি হলো কিংষ্টন হোটেল অন্যটি গল্ফ ক্লাব। আগানী সপ্তাহে আরিফুল হক চৌধুরী সিলেট ফিরে গিয়ে নেতার নির্দেশ অনুসারেই কাজে নামছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh