সিলেটের কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ২

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ মে ২০২৫, ২:২৫ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জ থানাপুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (১২ মে) রাত সাড়ে ৯ টায় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া লামাপাড়া এলাকা থেকে এ অভিযান পরিচালিত হয়

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান, ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার এবং উপ-পরিদর্শক শাহ নিয়াজ শরিফের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। অভিযানে ১১ হাজার ৬০০ ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা,৮ রিল ইয়াবা খাওয়ার ফয়েল পেপার এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ২০০ টাকা জব্দ করা হয়

আটককৃতরা হলেন- উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত আরজ আলী’র ছেলে রহমত আলী (৫০) ও একই গ্রামের মৃত সৈয়দ আলী’র ছেলে ইসাক আলী (৪৫) ইসাক আলী মূলত শীলাকুড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...