সব
স্বদেশ বিদেশ ডট কম
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এর আগে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, আমরা রাত ১২টার দিকে খবরটা পেয়েছি। সাম্য’র মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। তবে আমরা হাসপাতালে থাকায় এখনো ঘটনাস্থল পরিদর্শন করতে পারিনি। আর কী কারণে কারা তাকে হত্যা করেছে তাও এখনো জানা সম্ভব হয়নি।
নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। এছাড়াও ঢাবির স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
তার মৃত্যুর খবর পেয়ে ঢামেকে ছুটে যান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এসময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তার বক্তব্যে তিনি এ হতাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সেই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক ও ছিনতাইকারীদের হাত থেকে রক্ষার জন্য ঢাবি প্রশাসনের কাছে অনুরোধও করেন।
তবে সাম্যকে কে বা কারা ছুরিকাঘাত করে আহত করেছিল তা এখনো জানা যায়নি।
এদিকে ঢামেকের একটি সূত্র জানায়, নিহত সাম্য বাইক নিয়ে ওই সময় মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই সময় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ঢামেকে নিয়ে যান।
Developed by:
Helpline : +88 01712 88 65 03