সব
স্বদেশ বিদেশ ডট কম
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে হাইকোর্ট থেকে জামিন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বুধবার মামলার রায়ের বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন আদেশ দেন বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। সেই সঙ্গে নিম্ন আদালতে থাকা এই মামলার নথি তলব ও অর্থদণ্ড স্থগিত করেন হাইকোর্ট।
আদালতে জুবাইদা রহমানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে আরো ছিলেন আইনজীবী জাকির হোসেন ও আইনজীবী মাকসুদ উল্লাহ। আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আসিফ হাসান।
এর আগে মঙ্গলবার এই মামলায় জুবাইদা রহমানের আপিলে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট।
উল্লেখ্য, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
২০২৩ সালের ২ আগস্ট এই মামলায় রায় দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান। রায়ে তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে এই মামলায় জুবাইদা রহমানের কারাদণ্ড এক বছরের জন্য স্থগিত করে গত বছর ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
Developed by:
Helpline : +88 01712 88 65 03