সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ : নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:,

  • প্রকাশিত: ১৬ মে ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা থেকে আর এক জয় দূরে বাংলাদেশ। শুক্রবার সেমিফাইনালে নেপালকে হারিয়েছে তারা। ২-১ গোলে জিতে ফাইনালে খেলা নিশ্চিত করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

৭৩তম মিনিটে কর্নার থেকে ফয়সালের ভাসানো বল দূরের পোস্ট থেকে লাফিয়ে হেড করে জাল কাঁপান আশিকুর।

বাংলাদেশ ফের গোলের দেখা পায় ৮০তম মিনিটে। এবার ফয়সাল স্কোর ২-০ করেন। ছয় মিনিট পর নেপাল একটি গোল শোধ দিয়ে উত্তেজনা বাড়ালেও বাংলাদেশ গোলপোস্ট অক্ষত রেখে জয় পায়।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হবে রাত ৮টায় ভারত ও মালদ্বীপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh