জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দায়িত্ব কমিশনের একার নয়: আলী রীয়াজ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ মে ২০২৫, ২:৩০ অপরাহ্ণ

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দায়িত্ব কেবল ঐকমত্য কমিশনের একার নয় জানিয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, এ কাজে রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকেও এগিয়ে আসতে হবে।

রোববার (১৮ মে) জাতীয় সংসদের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. রীয়াজ বলেন, ‘জাতীয় ঐক্য গঠনের দায়িত্ব শুধু আমাদের নয়। রাজনৈতিক দলগুলো এবং সমাজের সচেতন অংশকেও কার্যকর ভূমিকা নিতে হবে।’

তিনি বলেন, ‘অনেক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, হচ্ছে এবং অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে। আবার কোনো কোনো বিষয়ে দ্বিমত রয়ে গেছে। ক্ষেত্রবিশেষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নীতিনির্ধারক পর্যায়ে কিছু কিছু বিষয়ে পুনর্বিবেচনা করতে বলা হয়েছে এবং যেগুলো পুনরায় আলোচনার সুযোগ আছে।’

আলী রীয়াজ বলেন, ‘যে কোনো ধরনের রাজনৈতিক আলোচনায় যারা প্রতিনিধিত্ব করেন, বিভিন্নভাবে তাদের নীতিনির্ধারকদের কাছে ফিরে যেতে হয়। কারণ, আলোচনার টেবিলে অনেক কিছুই উপস্থিত হয় যা পুনর্বিবেচনা দাবি করে। সেটিই আমরা অব্যাহত রাখছি।’

এ সময় জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা ঐকমত্যে পৌঁছাতে চাই, কিন্তু সময় খুব সীমিত। সামনে নির্বাচন, এখনই সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘এখনও সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। এ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

আজকের বৈঠকে জামায়াতের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। এর আগে ২৬ এপ্রিল প্রথম দফায় জামায়াতের সঙ্গে বৈঠক করেছিল ঐকমত্য কমিশন। তবে সেই বৈঠকে সব সুপারিশ নিয়ে চূড়ান্ত আলোচনা হয়নি বলে জানায় কমিশন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh