সব
মতিয়ার চৌধুরী-লন্ডন,
প্রতি বছরের ন্যায় এবারও ব্রিটিশ বাংলাদেশীদের উদ্যোগে লিংকন শায়ারের স্কানথপে অনুষ্ঠিত হয়ে গেল সেভেন-এ সাইড টুর্নামেন্ট ২০২৫। বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েন স্কানথপের আয়োজনে এই টুর্নামেন্টে ১৬টি ব্রিটিশ বাংলাদেশী টিম অংশ নেন।
১৮মে রোববার দিনব্যাপী জন্সগ্লেড কলেজ মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ২গোলে চ্যাম্পিয়ান হয় আবদাল কিচেন, রানার্স আপ হয় গেইট অফ ইন্ডিয়া। গ্রুপ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশর কৃতি ফুটবলার আখতার চৌধুরীর টিম এসি।
খেলা শেষে বিজয়ী, রানার্স আপ ও কৃতি খেলোয়াদের মাঝে পুরস্কার বিতরন করেন স্কানথপ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুল খালিক ও সাবেক সভাপতি মুজিবুর রহমান।
এই আয়োজনের সার্বিক সহযোগীতা করেন এনামুল হক, রেজাউর রহমান, বাবুল আহমদ, খাদিমুল ইসলাম, নাজিম আলী, মিজানুর রহমান আদিয়ান চৌধুরী, ইমন চৌধুরী প্রমুখ।