গুজবে কান না দেয়ার আহ্বান বাংলাদেশ সেনাবাহিনীর

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ মে ২০২৫, ১:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৩ মে) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক সচেতনতামূলক পোস্টে জানানো হয়, “সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়েছে। এর মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি ও সশস্ত্র বাহিনী এবং জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।”

পোস্টে আরও বলা হয়, “গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।” বাংলাদেশ সেনাবাহিনী সকলকে বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh