ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা মামলায় অগ্রগতি, গ্রেপ্তার ৮

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ মে ২০২৫, ১:৩৩ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় রহস্য উদঘাটনে অগ্রগতি জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।

মঙ্গলবার (২৭ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং এই ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেল পৌনে ৫টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরদিন, ১৪ মে, সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh