ভেনিসে মর্যাদাপূর্ণ প্রবাস জীবন শীর্ষক সেমিনার ৩১ মে, শনিবার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ মে ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ

ইতালির ভেনিসে আগামী ৩১ মে, শনিবার বিকেলে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ সেমিনার।
“মর্যাদাপূর্ণ প্রবাস জীবন ও পরকালীন উন্নতি” শীর্ষক এ সেমিনারে উঠে আসবে প্রবাসীদের বাস্তবতা, দায়িত্ব ও সম্ভাবনার প্রয়োজনীয় দিক। প্রবাসীদের চিন্তা ও জীবনমান উন্নয়নের জন্য এ সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সজল তুলে ধরবেন- নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের দায়িত্ব। হালাল উপার্জনের গুরুত্ব ও আত্মিক উন্নয়ন নিয়ে আলোকপাত করবেন মাওলানা আরিফ মাহমুদ।
ইতালির স্বাস্থ্যসেবা ও শ্রমিক অধিকার নিয়ে বিশ্লেষণ করবেন তরুণ চিকিৎসক তাহমিদ তিশাদ। ইতালীয় শিক্ষা ব্যবস্থার নানা দিক ব্যাখ্যা করবেন তরুণ গবেষক সম্রাট আব্দুল্লাহ। প্রবাসীদের অর্থনৈতিক মুক্তির পথ ও পন্থা বিষয়ে দিকনির্দেশনা দেবেন অভিবাসন বিশেষজ্ঞ কামরুল হাছান।
ভেনিসের মেসত্রের ভিয়া পিয়াভেস্থ মসজিদুল ইত্তেহাদে আয়োজিত এই জ্ঞানগর্ভ সেমিনারে সকল বাংলাদেশি অভিবাসীদের উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
যারা ইতালীয় শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, অর্থনৈতিক মুক্তি, ধর্ম পালন এবং জীবনমান সম্পর্কে জানতে চান তাদের জন্য এই সেমিনার অত্যান্ত গুরুত্বপূর্ণ।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh