গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত আরো ২৮

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ মে ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন দেড় শতাধিক।

এতে করে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৮৪ জনে। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে নিহত হয়েছেন ৩৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি।

বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের টানা হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪ হাজার ৮৪ জনে পৌঁছেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল ও মেডিক্যাল সেন্টারে নতুন করে ২৮টি মরদেহ আনা হয়েছে। একই সময়ে আরও ১৭৯ জন আহত হয়েছেন। সবমিলিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৩০৮ জনে।

এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলেও বিবৃতিতে জানানো হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh