যুদ্ধাপরাধীর খালাসে ক্ষোভ প্রকাশ, জাসদ সর্ব ইউরোপীয় কমিটির তীব্র প্রতিবাদ

বিজ্ঞপ্তি,

  • প্রকাশিত: ৩০ মে ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত গণহত্যা, ধর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আযহারুল ইসলামের আপিল বিভাগে খালাস পাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাসদ সর্ব ইউরোপীয় কমিটি।

এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মতিউর রহমান মতিন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, “এই রায় একটি গভীর হতাশাজনক, কলঙ্কিত এবং বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করে এমন ঘটনা। যেখানে শহীদের রক্ত, নির্যাতিত মা-বোনের কান্না এবং মুক্তিযুদ্ধের চেতনা আমাদের প্রেরণা, সেখানে একজন প্রমাণিত যুদ্ধাপরাধীর খালাস জাতিকে স্তব্ধ করেছে।”

তারা উল্লেখ করেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি শিক্ষিত প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চের এই রায় প্রমাণ করে, দেশের বিচারব্যবস্থা এখনো অপরাধীর পরিচয়, রাজনৈতিক অবস্থান ও প্রভাবের ঊর্ধ্বে উঠতে পারেনি।

বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের রায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে এবং আগামী প্রজন্মের কাছে একটি বিপজ্জনক বার্তা পৌঁছে দেয় যে অপরাধ করেও দায়মুক্তি পাওয়া সম্ভব।

জাসদ সর্ব ইউরোপীয় কমিটি দেশপ্রেমিক জনগণ, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক শক্তি ও নাগরিক সমাজকে এই রায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানায় এবং ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও প্রগতিশীল ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার ডাক দেয়। -বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh