গোখরার ছোবল খেয়ে সাপ মেরে টিকটক, অতঃপর যা ঘটলো কিশোরীর

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ মে ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ

ঘটনাটি রীতিমতো গা শিউরে ওঠার। মেয়েটির নাম তানিয়া (১৫)। স্থানীয় তালম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও সিরাজগঞ্জের তালম ইউনিয়নের তালম মেলাপাড়ার বাসিন্দা মো: আবু তাহেরের মেয়ে। পড়াশোনার পাশাপাশি টিকটক করা তার নেশা।

গত ২৫ মে নিজ বাড়িতে পড়ালেখা শেষ করে রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে বাথরুমে যাবার সময় একটি গোখরা সাপ তাকে কামড়ে দেয়। এ সময় তাতে সে আমল না দিয়ে বাঁশের লাঠি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে টিকটক করে।

পরে বিষক্রিয়া শুরু হলে মাকে জানায়। তার মায়ের ডাক চিৎকারে বাবা এসে ক্ষতস্থানের উপরে বাঁধন দিয়ে, রাতভর এলাকার বিভিন্ন ওঝার কাছে নিয়ে গিয়ে ঝাঁড়ফুঁক দিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। তাতে পরিস্থিতি আরো অবনতি হলে ভোররাতে তানিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ততক্ষণে মেয়েটি কোমায় চলে যায়।

তানিয়ার বাবা আবু তাহের জানান, তানিয়া জীবনমৃত্যুর সন্ধিক্ষণে চলে যাওয়ায় আমরা আল্লাহর নাম নেয়া ছাড়া আমাদের আর কিছু করার ছিলো না।

এ সময় চিকিৎসকরা জরুরিভাবে বোর্ড বসিয়ে মৃত সাপের ছবি দেখে সাপের প্রজাতি চিহ্ণিত করেন। সে আনুযায়ী তাকে এন্টিভেনম দেয়া হয়।

এরপর ধীরে ধীরে কোমায় থেকে স্বাভাবিক হতে থাকে এবং ঘটনার দুদিন বাদে তানিয়ার জ্ঞান ফিরে আসে। বর্তমানে সে সুস্থ রয়েছে। তবে চিকিৎসকরা আরো কয়েকদিন পর্যবেক্ষণে থাকতে বলেছেন। ঘটনাটি এ অঞ্চলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ টক অব দ্যা স্টোরিতে পরিণত হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh