জীবনের সবচেয়ে কঠিন গল্প শেয়ার করলেন রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ১ জুন ২০২৫, ৩:৫২ অপরাহ্ণ

ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা একের পর এক হিট সিনেমায় অভিনয় করে প্যান-ইন্ডিয়া তারকার মর্যাদা অর্জন করেছেন। তবে এই সফলতার পেছনে লুকিয়ে আছে জীবনের অনেক কঠিন সময়ের গল্প। সম্প্রতি নিজের এক ফ্যানের প্রশ্নের জবাবে সেই গল্প নিজেই ভাগ করেছেন তিনি।

একজন ফ্যান এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে রাশমিকাকে প্রশ্ন করেন, “জীবনের সবচেয়ে খারাপ সময় এলে, যখন সবকিছু ভুল মনে হয় আর বাঁচার ইচ্ছাও কমে যায়, তখন কীভাবে নিজেকে সামলান?”

উত্তরে রাশমিকা জানান, তিনিও একসময় জীবনের নিচু পর্যায়ে ছিলেন। তিনি লেখেন, “শুধু নিশ্বাস নিন। নিজের চারপাশে এমন মানুষ রাখুন যাদের বিশ্বাস করেন। বিশ্বাস রাখুন এই কঠিন দিনও যাবে। পরদিন আবার সামলান দিনটাকে। একসময় দেখবেন, আপনি অনেক ভালো বোধ করছেন আর নিজেকে নিয়ে গর্ব করতে পারবেন যে এই কঠিন সময় পেরিয়ে এসেছেন।”

এর পাশাপাশি, সম্প্রতি রাশমিকার শাড়ি পরা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ছবিগুলো ঘিরে জল্পনা শুরু হয়েছে যে, তিনি কি তার প্রেমিক বিজয় দেবরাকোন্ডাকে আড়াল করছেন। ছবির ক্যাপশনে রাশমিকা লিখেছেন, “এই ছবিগুলোতে আমার সব প্রিয় জিনিস আছে- রং, পরিবেশ, জায়গাটা, শাড়ি যিনি উপহার দিয়েছেন, ফটোগ্রাফার। সবই আমার জন্য অমূল্য।”

নেটিজেনরা অনুমান করছেন, ছবিগুলো বিজয় দেবরাকোন্ডার বাড়িতে তোলা হয়েছে এবং শাড়িটি বিজয়ের মায়ের উপহার। যদিও এই বিষয়টি নিয়ে দুজনই এখনো কোনো মন্তব্য করেননি।

রাশমিকা মান্দানা সম্প্রতি ধানুশ ও নাগার্জুনার সঙ্গে ‘কুবেরা’ সিনেমায় অভিনয় করেছেন, যা জুন মাসে মুক্তি পেতে যাচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর...