সব
স্বদেশ বিদেশ ডট কম
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নদী তীরবর্তী এলাকা, গুরুত্বপূর্ণ লঞ্চ ও ফেরিঘাটে নজরদারি জোরদারসহ নিয়মিত টহল ও অভিযান চালাচ্ছে বাহিনীটি।
বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করে দেখা যায়, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কোস্ট গার্ড সদস্যরাও ঈদকেন্দ্রিক তৎপরতায় নিয়োজিত রয়েছেন। সন্দেহজনক ব্যক্তিদের ব্যাগ ও লাগেজ তল্লাশি করা হচ্ছে। যাত্রী, লঞ্চ শ্রমিক ও চালকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথাও শোনা হচ্ছে।
এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড বিসিজি স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বি এম তানজীমুল ইসলাম জানান, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও মোংলা জোনের আওতাধীন গুরুত্বপূর্ণ নৌরুটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় নিয়মিত তল্লাশি ও টহল জোরদার করা হয়েছে।
বিশেষ নজরদারি রয়েছে ঢাকা-চাঁদপুর-বরিশাল রুট, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও মেঘনা নদী এবং গজারিয়া, ধরিশা, রূপসা, কর্ণফুলী, মোংলা, ভোলা ও বরিশালের লঞ্চঘাটগুলোতে। এসব এলাকায় সন্দেহভাজন ব্যক্তি ও নৌযানে তল্লাশি চলছে।
তানজীমুল ইসলাম আরও জানান, কোস্ট গার্ডের সদস্যরা ঘাটে উপস্থিত যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ, মাইকিং এবং ব্যাগ ও মালামাল তল্লাশির মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর কাজও করছেন। ঈদের আগে ও পরে ২৪ ঘণ্টা এই কার্যক্রম অব্যাহত থাকবে যাতে ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরতে পারেন।