দুর্নীতিবাজরা নেই, তাই কোরবানির গরুর দাম কম: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ জুন ২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে দুর্নীতিবাজরা নেই বলেই কোরবানির গরুর দাম কমেছে- এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, দুর্নীতিবাজরাও নেই। তাই অনেকের হাতে গরু কেনার মতো অর্থও নেই। এছাড়া গরুর সরবরাহ বেড়েছে, যার প্রভাব বাজারে পড়েছে।”

হাট পরিদর্শনে এসে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। ক্রেতা, বিক্রেতা ও সেবাদানকারী কর্মীদের সঙ্গেও কথা বলেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, “ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণে আছে। সবাই সহযোগিতা করলে ঈদের ঘরমুখো যাত্রা আরও স্বস্তিদায়ক হবে।”

টিকিটের বাড়তি দাম নেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, “এখন পর্যন্ত কেউ এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে গুরুত্বের সঙ্গে দেখা হবে।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh