রাজধানীতে পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর সুজনসহ গ্রেপ্তার ৩

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ জুন ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ

রাজধানীর টিকাটুলি, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযানে আওয়ামী লীগের বাণিজ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. হুমায়ুন কবীর সুজনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বাকি দুজন হলেন—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী সরদার এবং আওয়ামী লীগ কর্মী মো. মেহেদী হাসান (২৭)।

বৃহস্পতিবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা ‘সংঘবদ্ধভাবে দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ঝটিকা মিছিল ও জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত’ ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ডিবি জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে টিকাটুলি এলাকা থেকে হুমায়ুন কবীর সুজনকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে গোলাম রাব্বানী সরদারকে এবং বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে মিরপুর থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh