ডিসেম্বরে নির্বাচন হলে অংশগ্রহণ বাড়বে : ডা. জাহিদ হোসেন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ জুন ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচন যদি নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়, তবে বেশি সংখ্যক মানুষ ভোট ও নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।

রোববার (৮ জুন) বিকেলে দিনাজপুর-৬ আসনের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এখনও সময় আছে—উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনা করে ডিসেম্বরের মধ্যে নির্ধারণ করা গেলে তা গণতন্ত্রের জন্য ইতিবাচক হবে।”

ডা. জাহিদের সঙ্গে এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে তিনি হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh