মোদির শুভেচ্ছার জবাবে ড. ইউনূসের কৃতজ্ঞতা প্রকাশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ জুন ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ণ

ঈদুল আজহা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশি জনগণ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। এর জবাবে ড. ইউনূসও মোদি ও ভারতীয় জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

মোদি তার বার্তায় ঈদকে আত্মত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, এসব মূল্যবোধ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ।

জবাবে ইউনূস লেখেন, মোদির বার্তা দুই দেশের পারস্পরিক মূল্যবোধের প্রতিফলন। ঈদুল আজহার অনুপ্রেরণায় বিশ্বের কল্যাণে একযোগে কাজের আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও দৃঢ় হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh