সিলেটে পিকআপ ভ্যানের ধাক্কায় নারী চিকিৎসক নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ জুন ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ণ

সিলেট নগরীতে পিকআপ ভ্যান ও রিকশার সংঘর্ষে ডা. রহিমা খানম জেসি (৩২) নামে এক নারী চিকিৎসক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

তিনি সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। ডা. জেসি দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার আবু নছরের মেয়ে।

রোববার সকাল ১১টার দিকে নগরীর শেখঘাটস্থ জিতু মিয়ার পয়েন্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি পিকআপ যাত্রীবাহী রিকশাকে সামনে থেকে ধাক্কা দিলে রিকশায় থাকা ডা. জেসি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ ৪ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বিকাল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পিকআপ চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় লামাবাজার ফাড়ির পুলিশ গাড়িটি জব্দ করেছে এবং চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh