১৪ দেশে বিক্রি হয়েছে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ জুন ২০২৫, ১১:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে দর্শক উন্মাদনার যেন কমতি নেই। ১০ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচের টিকিটের জন্য চলছে তুমুল প্রতিযোগিতা। প্রথম দফায় সাইবার আক্রমণের পর দ্বিতীয় ধাপে অনলাইনে স্বাভাবিক প্রক্রিয়ায় বিক্রি শুরু হয় এবং খুব দ্রুতই সব টিকিট বিক্রি হয়ে যায়।

টিকিট অনলাইনে উন্মুক্ত থাকায় শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমর্থকরা ম্যাচের টিকিট কিনেছেন। বাফুফে সূত্র জানায়, মোট ১৪টি দেশের সমর্থকরা মিলিয়ে প্রায় ১২০টি টিকিট কিনেছেন। এশিয়া ছাড়িয়ে ইউরোপ ও আফ্রিকার দেশ থেকেও টিকিট বিক্রি হয়েছে।

যেসব দেশে বিক্রি হয়েছে টিকিট:

জার্মানি:২৭টি

সিঙ্গাপুর:১৭টি

যুক্তরাজ্য:১৩টি

সৌদি আরব:১২টি

যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত: ১২টি করে

অস্ট্রেলিয়া: ৯টি

ওমান: ৫টি

ভারত: ৪টি

কানাডা ও নেদারল্যান্ডস: ৩টি করে

ফ্রান্স ও ব্রাজিল: ২টি করে

উগান্ডা: ১টি

সবমিলিয়ে বিদেশ থেকে ১২০টি টিকিট বিক্রির তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গ্যালারির মোট ১৮,৩০০টি টিকিট ছাড়ার পাশাপাশি কিছু প্রিমিয়াম ক্যাটাগরির টিকিটও বিক্রি করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh