সব
স্বদেশ বিদেশ ডট কম
যুক্তরাজ্যের কিংস ফাউন্ডেশন কর্তৃক বাংলাদেশি নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুসকে ‘হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের অল ইউরোপিয়ান কমিটি (জাসদ AEC)।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি দাবি করে, এই সম্মাননা প্রদান যুক্তরাজ্যে বসবাসরত লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী ও বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটি বিভ্রান্তিকর বার্তা পৌঁছাবে। এতে এমন ইঙ্গিত যাবে যে, রাজা চার্লস তৃতীয় বিশ্বে শান্তির পরিবর্তে অশান্তির পৃষ্ঠপোষকতা করছেন।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ২০২৪ সালের আগস্ট থেকে মুহাম্মদ ইউনুস ১৯৭১ সালের চিহ্নিত যুদ্ধাপরাধীদের সঙ্গে মিলে বাংলাদেশে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাজনীতির ওপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছেন। ইউনুসের নেতৃত্বে মুক্তিযুদ্ধ ও ইতিহাসভিত্তিক স্থাপনা—যেমন ধানমন্ডি ৩২, গ্রন্থাগার, জাদুঘর, মূর্তি, মাজার ও আখড়াগুলো ধ্বংস করা হয়েছে বলেও দাবি করে জাসদ AEC।
এছাড়া বিচার বিভাগ, প্রশাসন, গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানে ‘একচেটিয়া আনুগত্যের লোক’ নিয়োগ, সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা, সন্ত্রাসী গোষ্ঠী ও যুদ্ধাপরাধীদের পুনর্বাসন এবং মুক্তিযোদ্ধা ও প্রগতিশীলদের হয়রানির অভিযোগও উত্থাপন করেছে সংগঠনটি।
জাসদ AEC আরও দাবি করে, মুহাম্মদ ইউনুস শুধু দেশের অভ্যন্তরেই নয়, প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিরুদ্ধেও উসকানিমূলক বক্তব্য দিয়ে দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছেন।
এই প্রেক্ষাপটে, মুহাম্মদ ইউনুসকে ‘হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদানকে “চরম বিতর্কিত সিদ্ধান্ত” আখ্যা দিয়ে সংগঠনটি বলে, এতে বিশ্বব্যাপী শান্তিপ্রিয় মানুষদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হবে। একইসঙ্গে, যুক্তরাজ্যের রাজা চার্লস তৃতীয় ও কিংস ফাউন্ডেশনের ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব পড়বে বলে মত প্রকাশ করেছে জাসদ AEC।