যুক্তরাষ্ট্রে ১২ দেশের নাগরিকের প্রবেশ নিষেধাজ্ঞা কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১০ জুন ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ

সন্ত্রাসীদের প্রবেশ ঠেকাতে ১২টি দেশের নাগরিকদের ওপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে আরও সাতটি দেশের নাগরিকদের ওপর আংশিক নিষেধাজ্ঞাও আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৯ জুন) থেকে এ নিষেধাজ্ঞাগুলো কার্যকর হয়েছে।

আলজাজিরার বরাতে জানা গেছে, নিষেধাজ্ঞা কার্যকরের সময় ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী নীতির বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেস শহরে ব্যাপক বিক্ষোভ চলছে।

পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আসা দেশগুলো হলো: আফগানিস্তান, চাদ, ইরিত্রিয়া, মিয়ানমার, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

আংশিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে: বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। এসব দেশের নাগরিকদের নির্দিষ্ট কিছু সাময়িক কাজের ভিসা দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেও বেশ কয়েকটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন ট্রাম্প। সেই তালিকার বেশিরভাগ দেশই ছিল মুসলিমপ্রধান।

এদিকে, অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। সোমবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে একটি প্রধান সড়ক অবরোধ করেন এবং কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। পরিস্থিতি মোকাবেলায় লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh