সব
স্বদেশ বিদেশ ডট কম

এশিয়ান কাপ বাছাইপর্বে আজ মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রবাসী মিডফিল্ডার শমিত শোম। কানাডার ক্লাব ক্যাভালরি এফসির হয়ে খেলা এই ফুটবলার আজই প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে অভিষেক করতে যাচ্ছেন।
রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলার অভ্যাস থাকা শমিত অনুশীলনে কোচ হাভিয়ের কাবরেরার আস্থা অর্জন করেছেন। কোচের পরিকল্পনায় শমিত ও হামজা চৌধুরীকে নিয়ে ডাবল পিভোট গঠনের ইঙ্গিত পাওয়া গেছে। সিঙ্গাপুরের বল দখলের কৌশল ঠেকাতে এই রক্ষণাত্মক মধ্যমাঠ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হতে পারে।
এমন কৌশল গ্রহণ করলে বেঞ্চে থাকতে হতে পারে অধিনায়ক জামাল ভূঁইয়াকে। এমনকি আগের ম্যাচে গোল করেও সোহেল রানা হয়তো আজকের একাদশে জায়গা হারাতে পারেন। তার জায়গায় কেন্দ্রীয় মিডফিল্ডে সুযোগ পেতে পারেন সৈয়দ কাজেম কিরমানী।
রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা কম। আগের ম্যাচে ভুটানের বিপক্ষে খেলা চার ডিফেন্ডার- তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ ও সাদ উদ্দিন- আবারও শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশি। তবে প্রতিপক্ষ হিসেবে সিঙ্গাপুর তুলনামূলকভাবে শক্তিশালী হওয়ায় রক্ষণভাগ এবং গোলরক্ষক মিতুল মারমাকে বাড়তি সতর্ক থাকতে হবে।
আক্রমণভাগে আগের ম্যাচে যেভাবে শুরু করেছিলেন ফাহামেদুল ইসলাম, তাকেই লেফট উইংয়ে দেখা যেতে পারে। কোচ কাবরেরা তার পারফরম্যান্সে সন্তুষ্ট। সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে পারেন রাকিব হোসেন, যিনি সাধারণত রাইট উইংয়ে খেলে থাকেন। তবে আল আমিনকে যদি মূল স্ট্রাইকার হিসেবে ব্যবহার করা হয়, তাহলে রাকিব ফিরতে পারেন রাইট উইংয়ে।
ডান পাশে রাকিব খেললে মোহাম্মদ ইবরাহিম দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামার সম্ভাবনা থাকলেও, কাজেম কিরমানী যদি মাঝমাঠে খেলেন তাহলে ইবরাহিমও শুরু থেকেই থাকতে পারেন ডান উইংয়ে।
সব মিলিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে আজকের ম্যাচে এমন হতে পারে বাংলাদেশের একাদশ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচ শুরুর আগে, যেখানে শেষ মুহূর্তে পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মিতুল মারমা, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন;
হামজা চৌধুরী, শমিত শোম, কাজেম কিরমানী, মোহাম্মদ ইবরাহিম, রাকিব হোসেন, ফাহামেদুল ইসলাম।