ঢাকায় একদিনে ১০ জনের করোনা শনাক্ত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ জুন ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় দেশে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে কারও মৃত্যু হয়নি। সব আক্রান্তই ঢাকা মহানগরের বাসিন্দা।

বুধবার (১১ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০৭টি নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে।

সুস্থ হয়েছেন আরও ২ জন। মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জন।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ এবং প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট—প্রতিদিন ২৬৪ জন করে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh