জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেট ব্যুরো অফিস,

  • প্রকাশিত: ১২ জুন ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে মো. মাহিম (১৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটক চট্রগ্রামের বায়োজিদ থানার শহীদপাড়া এলাকার মো. জামিল মিয়ার ছেলে।

বুধবার (১১ জুন) দুপুর দেড়টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মাহিমসহ তারা ৪০ জনের একটি টিম বড় বাসে করে সকাল ১০টার দিকে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে মাহিমসহ বাসের কয়েকজন মিলে জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে মাহিম স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সাথে থাকা লোকজন এবং স্থানীয়রা দেখতে পেয়ে স্থানীয় ডুবুরীরা ঘন্টাব্যাপি উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করে।

নিহত পর্যটকের দাদি সালমা বেগম জানান, বুধবার আমার নাতি মাহিম ও তার ছোটভাই ফাহিমকে নিয়ে বেড়াতে আসি। হঠাৎ করে মাহিমকে কেউ খোঁজে পাইনা। পরে শুনি মাহিম পানিতে পড়ে যায়। আমার নাতিকে এখন হারিয়ে ফেলছি। এখন আমি তার বাবা-মাকে কি জবাব দিবো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান, আইনী পক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh