বক্তব্যে বিভ্রান্তি, ভুল স্বীকার করলেন প্রেস সচিব

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১২ জুন ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অবস্থান নিয়ে বিভ্রান্তিকর মন্তব্যের জন্য ভুল স্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (১১ জুন) লন্ডনে সাংবাদিকদের তিনি বলেন, “আমি বলেছিলাম ‘সম্ভবত’ তিনি কানাডায় আছেন—এই কথার ভুল ব্যাখ্যা হয়েছে। এটি আমার ভুল ছিল। পরে সঠিক তথ্য জানার পরই তা সংশোধন করেছি। তিনি যুক্তরাজ্যেই অবস্থান করছেন।”

স্টারমার সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্য করায় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন শফিকুল।

উল্লেখ্য, ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী স্টারমার গতকাল পার্লামেন্ট অধিবেশনে উপস্থিত ছিলেন এবং সরকারের ব্যয় পরিকল্পনার বিষয়ে বক্তব্য দিয়েছেন। এছাড়াও তিনি নিহতদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন।

সমালোচকদের মতে, এমন উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনার কথা জানাতে হলে প্রেস সচিবের আরও সতর্ক হওয়া উচিত ছিল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh