ইউনূস-তারেক বৈঠকের পর যৌথ বিবৃতি, রমজানের আগেই নির্বাচন সম্ভাবনা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ

আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনের ডরচেস্টার হোটেলে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকেল চারটার দিকে যৌথ বিবৃতি দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির।

বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, ‘‘সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।’’ অধ্যাপক ইউনূস বলেন, ‘সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে। তারেক রহমানও এ প্রস্তাবের প্রতি সমর্থন জানান এবং বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।’

তিনি আরও বলেন, ‘‘আমি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছি। তবে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজানের আগেই নির্বাচন সম্ভব।’’

তারেক রহমান প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানান এবং তাঁকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান। অপরদিকে, অধ্যাপক ইউনূসও ফলপ্রসূ আলোচনার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh