যুক্তরাজ্য সফর : তারেক রহমানের উপহার পেলেন ড. ইউনূস

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ৬:২০ অপরাহ্ণ

লন্ডনের হোটেল ডোরচেস্টারে অনুষ্ঠিত হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক।

বাংলাদেশ সময় শুক্রবার (১৩ জুন) দুপুর ২টা থেকে ৩টা ৩৫ মিনিট পর্যন্ত চলে এই বৈঠক। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক ইস্যু উঠে আসে বলে জানা গেছে।

বৈঠক শেষে ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন তারেক রহমান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বৈঠকটি সম্পূর্ণ একান্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী লন্ডনে দেশি-বিদেশি গণমাধ্যমের সঙ্গে বৈঠকের বিস্তারিত তুলে ধরবেন।

এর আগে, বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বাসা থেকে রওনা হয়ে ডোরচেস্টারে পৌঁছান তারেক রহমান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh