ঢাকা-টাঙ্গাইল রুটে ২০ কিলোমিটার যানজট

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ণ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ২০ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। শুক্রবার (১৩ জুন) গভীর রাত থেকে যমুনা সেতু থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি ও ধীরগতি।

যাত্রী ও চালকদের অভিযোগ, এই দীর্ঘ যানজটের ফলে কর্মস্থলে ফেরার পথে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

যমুনা সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, “মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এরমধ্যে গভীর রাতে যমুনা সেতুর ওপর একটি পিকআপ ও ট্রাকের সংঘর্ষের কারণে জটলা তৈরি হয়। এতে ধীরে ধীরে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের গতি কমে আসে।” তিনি জানান, পুলিশ মাঠে কাজ করছে এবং শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।

এছাড়া এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, “ঢাকা থেকে সিরাজগঞ্জমুখী রুটে ভোর থেকেই প্রচণ্ড যানবাহনের চাপ রয়েছে। এই অতিরিক্ত চাপের কারণেই মহাসড়কে এখনও ধীরগতি চলছে। তবে দ্রুত যানচলাচল স্বাভাবিক করতে আমরা কাজ করে যাচ্ছি।”

যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh