ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৭, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ২:২৯ অপরাহ্ণ

ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রোববারের এই হামলায় ব্যাপক প্রাণহানি ও ভবনধ্বংসের ঘটনা ঘটেছে।

ইসরায়েলি পুলিশ জানায়, শনিবার গভীর রাতে উত্তরাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে চারজন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন ৪০ বছর বয়সী দুই নারী, ২০ বছর বয়সী এক তরুণী এবং ১৩ বছর বয়সী এক কিশোরী। ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।

এছাড়া মধ্য ইসরায়েলের বাত ইয়াম শহরে আরও তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতীয় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)। একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। হামলায় আশপাশের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে এমডিএ।

ইরানের এই হামলাকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েলজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জরুরি অবস্থা জারি রয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh