দুই হাজার কোটি টাকা পাচার : দুদকের জালে সাবেক হাইকমিশনার মুনা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ৫:২৬ অপরাহ্ণ

সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং তাঁর স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ জুন) এক সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেন।

দুদক চেয়ারম্যান জানান, ‘জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড’-এর পাশাপাশি আরও ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ভুয়া সংগঠনের মাধ্যমে পরস্পর যোগসাজশে এই অর্থ আত্মসাৎ ও পাচার করা হয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে এই পাচারের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। যেসব আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে:

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল), ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এবি ব্যাংক

এ বিষয়ে আরও বিস্তারিত তদন্ত অব্যাহত আছে বলে জানান দুদক চেয়ারম্যান।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh