আলোচনা অব্যাহত রাখতে হলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে: ইরান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ


পরমাণু বিষয়ক আলোচনা অব্যাহত রাখতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

গতকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হওয়ার কথা থাকলেও ইরান সেটি বাতিল করে।

ইরান বলছে, বর্তমান পরিস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়া ‘অর্থহীন’। কেন না, ইসরায়েলি হামলার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রও ‘হাত রয়েছে’ বলে মনে করেন দেশটির নেতারা।

ইসমাইল বাঘাই বলেছেন, ‘‘ইরান সব সময় জোর দিয়ে বলে আসছে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু ইসরায়েল সেটি প্রত্যাখ্যান করেছে।’’

এখন ইরানের পার্লামেন্ট পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিলে, সেটি ‘‘অবশ্যই’’ পালন করা হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh