মোটরসাইকেলকে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস, নিহত ২

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ

নীলফামারীর সৈয়দপুরে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সকালে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নূর ইসলাম (৪৮) ও মাসুদ হোসেন (২৫)। তারা দুজনেই স্থানীয় একটি ইটভাটার কর্মী ছিলেন। নূর ইসলাম নৈশপ্রহরী এবং মাসুদ হোসেন ফায়ারম্যান হিসেবে সেখানে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, কাজ শেষে সকালে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি কোচ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh