ইসরায়েলি বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ

ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার (১৮ জুন) ভোররাতে মধ্য ইসরায়েলের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার পর ওই এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ।

ফারস নিউজের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইরানি ক্ষেপণাস্ত্রের প্রধান লক্ষ্য ছিল উত্তর ইসরায়েলে অবস্থিত মেরন বিমানঘাঁটি। তবে হামলাটি ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে কি না, কিংবা ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ—সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্লেষকরা বলছেন, এটি ইরানের পক্ষ থেকে ইসরায়েলের ওপর সরাসরি প্রতিশোধের একটি ধাপ হতে পারে। চলমান উত্তেজনার মধ্যে এই হামলাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা বৃদ্ধির পর এমন হামলার ঘটনা ঘটল।

তবে বিষয়টি নিয়ে ইসরায়েল এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। দেশটিতে যুদ্ধকালীন সেন্সরশিপ চালু রয়েছে, যার আওতায় সামরিক স্থাপনায় হামলার খবর স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ঘটনাটি ঘটেছে কি না, ঘটলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে—তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

ইসরায়েলি সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ইরান-ইসরায়েল উত্তেজনার বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যে সংঘাত আরও জোরালো করতে পারে।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh