ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ

রাশিয়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েলকে কোনো ধরনের সহায়তা না করতে যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে সতর্ক করেছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বুধবার (১৮ জুন) বলেন, ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়া বা এমনকি এমন ‘অনুমানমূলক বিকল্প’ বিবেচনাও করা উচিত নয়।

রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার বরাতে তিনি বলেন, ‘‘এটি এমন একটি পদক্ষেপ হবে, যা পুরো পরিস্থিতিকে আমূল অস্থিতিশীল করে তুলবে।’’

মার্কিন অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ইসরায়েলের সঙ্গে যোগদানের বিষয়সহ একাধিক বিকল্প বিবেচনা করছেন। সেই প্রেক্ষাপটেই রাশিয়ার কড়া বার্তা এলো।

এর আগে, মঙ্গলবার ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দেন। তিনি লিখেন, ‘‘আমরা তাকে বের করে (হত্যা!) করব না, অন্তত আপাতত।’’

এদিকে রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা এসভিআর-এর প্রধান সের্গেই নারিশকিন জানান, ইরান ও ইসরায়েলের মধ্যে বর্তমান উত্তেজনা এখন ‘‘সংকটজনক’’ অবস্থায় পৌঁছেছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh