২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪৮

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ জুন ২০২৫, ৭:২০ অপরাহ্ণ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিভাগওয়ারি হিসাবে বরিশালে সর্বোচ্চ ১০৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৩৯, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫, ঢাকা উত্তর সিটিতে ২০, ঢাকার বাইরের জেলায় ১৮, রাজশাহীতে ১৮, খুলনায় ৭, ময়মনসিংহে ৪ ও রংপুরে ৩ জন নতুন করে ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩,২১,১৭৯ জন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ৫৭৫ মৃত্যু ও ১,০১,২১৪ জন আক্রান্ত।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh