শাবিপ্রবির নারী শিক্ষার্থীকে রাতভর যৌন নির্যাতন-ভিডিও ধারণ, ২ সহপাঠী আটক

সিলেট ব্যুরো অফিস,

  • প্রকাশিত: ২০ জুন ২০২৫, ৩:০৩ অপরাহ্ণ

পূর্বপরিকল্পিতভাবে ফাঁদে ফেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে রাতভর যৌন নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে সহপাঠী দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটককৃত দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ।

গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৯টায় তাদের আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক।

তিনি সাংবাদিকদের বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভুক্তভোগী নারী শিক্ষার্থীর যৌন নির্যাতনের অভিযোগকে সামনে রেখে একজনকে ক্যাম্পাস এবং অপরজনকে সুরমা আবাসিক এলাকা থেকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে আপাতত তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জানা যায়, আটক হওয়া আদনান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাবিপ্রবি শাখার সভাপতি খলিলুর রহমানের সক্রিয় কর্মী ছিলেন। এছাড়া শৃঙ্খলাভঙ্গের দায়ে হল থেকে বহিষ্কার হন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠী সুত্রে জানা যায়, ঈদুল আজহার আগে সিলেট নগরীর রিকাবিবাজারে অনুষ্ঠিত একটি কনসার্টে যাওয়ার পূর্বে ফাঁদে ফেলে ভুক্তভোগী নারী শিক্ষার্থীকে সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যাওয়া হয়। সেখানে ভুক্তভোগীকে অচেতন করে রাতভর ‘যৌন নির্যাতন’ ও পরে ভিডিও ধারণ করা হয়।

সকালে জ্ঞান ফিরলে অপরাধীরা ভুক্তভোগীকে জানান, রাতে তারা শারীরিক সম্পর্ক ও তার গোপন ভিডিও ধারণ করেছে। পরবর্তীতে ধারণ করা সেই ভিডিও দিয়ে তাকে নিয়মিত ব্ল্যাকমেইল করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী শিক্ষার্থী।

উপাচার্য ও উপ-উপাচার্য ছুটিতে থাকায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়ে দুই ঘণ্টার মধ্যে ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে প্রক্টর অফিসে হাজির করা হয়।”

তিনি বলেন “জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতেই ভুক্তভোগী নারী শিক্ষার্থী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh