ব্যাঙ্গালুরুতে শিরোপা উদযাপনে ১১ মৃত্যু, নতুন বিধিনিষেধ জারি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ জুন ২০২৫, ৫:৩১ অপরাহ্ণ

আইপিএলের ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। তবে শিরোপা উৎসব পরিণত হয়েছে এক হৃদয়বিদারক ঘটনায়। বিজয় মিছিলে পদদলিত হয়ে মারা গেছেন ১১ জন সমর্থক, আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।

ব্যাঙ্গালুরু শহরে আরসিবির বিজয় শোভাযাত্রায় এই ঘটনা ঘটে। বড় আকারে জনসমাগম এবং পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় হুড়োহুড়ির মধ্যে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দলের বাসের সামনে ছুটতে গিয়ে বিপুল সংখ্যক মানুষ চাপা পড়ে যান।

এ ঘটনায় প্রথমে দায় স্বীকারে অনিচ্ছা প্রকাশ করলেও পরবর্তীতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছে। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া গণমাধ্যমে বলেন, ‘‘বোর্ড বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রতিটি ঝুঁকির দিক বিবেচনায় নেওয়া হচ্ছে।’’

এরপর বিসিসিআই একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, যারা ভবিষ্যতের জন্য নিরাপত্তা নির্দেশিকা প্রস্তুত করবে।

নতুন নির্দেশিকা অনুযায়ী:

শিরোপা জয়ের ৩ থেকে ৪ দিনের মধ্যে কোনো উদযাপন করা যাবে না

হুটহাট বা তাড়াহুড়ো করে কোনো আয়োজন করা যাবে না

বিসিসিআইয়ের অনুমতি ছাড়া কোনো ইভেন্ট হবে না

৪ থেকে ৫ স্তরের নিরাপত্তাব্যবস্থা বাধ্যতামূলক

প্রতিটি ভেন্যু ও যাতায়াতপথে বহুমাত্রিক নিরাপত্তা টিম থাকতে হবে

জেলা পুলিশ, রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন এবং সিটি করপোরেশনের অনুমতি ও ছাড়পত্র বাধ্যতামূলক

এছাড়া খেলোয়াড় ও টিম স্টাফদের চলাচল এবং অংশগ্রহণের সময় পুরো ইভেন্টজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...