এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ বিবেচনায় সেই শিক্ষার্থী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ৩:৪৯ অপরাহ্ণ

এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনেই রাজধানীতে হৃদয়বিদারক এক ঘটনার জন্ম হয়েছে। মায়ের মেজর স্ট্রোকের কারণে নির্ধারিত সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি এক শিক্ষার্থী। ফলে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। কেন্দ্রের গেটের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন ওই ছাত্রী।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। মেয়েটির পরীক্ষাকেন্দ্র ছিল রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজে। কিন্তু সকালে মায়ের গুরুতর অসুস্থতার কারণে (স্ট্রোক) তাকে হাসপাতালে নিতে হয়। একমাত্র অভিভাবক হিসেবে মেয়েটি নিজেই মাকে নিয়ে ছুটে যান। চিকিৎসা শেষে কেন্দ্রে পৌঁছাতে দেড় ঘণ্টা দেরি হওয়ায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন তিনি।

পরীক্ষাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটির কান্নার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, সে কেন্দ্রের গেটের সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু কর্তব্যরতরা নিয়মের বাইরে কোনো সিদ্ধান্ত নিতে অস্বীকৃতি জানাচ্ছেন।

ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। অনেকেই নিয়মের কঠোর প্রয়োগের সমালোচনা করেন এবং মানবিক বিবেচনার দাবি জানান।

পরবর্তীতে শিক্ষার্থীর এই দুর্দশার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এক বিবৃতিতে জানান, “মানবিক বিবেচনায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা আইনের আওতায় সমাধানের চেষ্টা চলছে। আমরা পরীক্ষার্থী ও তার পরিবারের পাশে আছি। তাকে অনুরোধ করছি, যেন উদ্বিগ্ন না হয়।”

ওই ছাত্রী বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তবে কর্তৃপক্ষের ইতিবাচক আশ্বাস হয়তো তার আবার পরীক্ষা দেওয়ার আশাকে বাঁচিয়ে রাখবে।

এই সম্পর্কিত আরও খবর...